Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে এবার ‘বুশমাস্টার’ যুদ্ধযান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৪:১৩ পিএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে 'বুশমাস্টার' যুদ্ধযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
স্কট মরিসন বলেছেন, 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ইউক্রেনে সাঁজোয়া সামরিকযান পাঠাবে।'
গতকাল জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ধ্বংসাত্মক পরিস্থিতি এবং তাদের মানবিক লড়াইয়ের বর্ণনা করেছেন।
জেলেনস্কি সেসময় বলেন, 'আপনাদের কাছে খুব ভালো সাঁজোয়াযান আছে, যা ইউক্রেনকে যথেষ্ট সাহায্য করতে পারে। আপনারা যদি আমাদের এসব সরবরাহ করেন, তবে আমরা খুব কৃতজ্ঞ হব।'
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাদের পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমরা আপনাদের পাশে আছি এবং রাশিয়ার যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ডকে উপযুক্ত জবাব দিতে হবে।'
জেলেনস্কি অস্ট্রেলিয়াকে সতর্ক করে বলেন, 'রাশিয়ার আগ্রাসন অস্ট্রেলিয়া এবং বিশ্ব নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।'
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন এর আগে বলেছিলেন, 'অস্ট্রেলিয়া সামরিকযান পাঠানোর জন্য প্রস্তুত এবং তা অবশ্যই যৌক্তিকভাবে পাঠানো হবে।'
তিনি আরও বলেন, 'ইউক্রেনে পাঠানোর জন্য ইতোমধ্যে আমরা বুশমাস্টার শনাক্ত করেছি, যেগুলো আমরা পাঠাতে পারি।'
'বুশমাস্টার' অস্ট্রেলিয়ার তৈরি ফোর হুইল ড্রাইভ সাঁজোয়া সামরিকযান। অস্ট্রেলিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রিজ দ্বারা এর ডিজাইন করা হয়েছে। বুশমাস্টার বর্তমানে অস্ট্রেলিয়ান আর্মি, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স, রয়্যাল নেদারল্যান্ডস আর্মি, ব্রিটিশ আর্মি, জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স, ইন্দোনেশিয়ান আর্মি, ফিজি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, জ্যামাইকা ডিফেন্স ফোর্স এবং নিউজিল্যান্ড আর্মি ব্যবহার করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ