প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হচ্ছে ৭ পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘পিকচারম্যান। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। নাটকটি শুটিং এখন কক্সবাজারে চলছে। এ নাটকে চঞ্চলকে দেখা যাবে সমুদ্র সৈকতে ছবি তোলা এক ফটোগ্রাফারের চরিত্রে। যিনি কক্সবাজার সৈকতে বেড়াতে আসা মানুষের ছবি তুলেন। নাটকের গল্পে দেখা যাবে চঞ্চল চৌধুরী কক্সবাজারে বেড়াতে আসা কাপলের ছবি তুলেন। কিন্তু হঠাৎ একদিন সৈকতে দেখা হয়ে যায় দীর্ঘদিনের ভালোবাসার মানুষের সঙ্গে। তবে একা নন, সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলেও। এরপর নাটকের গল্প ভিন্ন দিকে মোড় নিবে। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন শাহনাজ খুশিকে। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারহানা মিলি, নূর এ আলম নয়ন, জাহাঙ্গীর আলম, রিমি করিমসহ অনেকেই। ধারবাহিকটি ঈদুল ফিতরে মাছরাঙা টিভিতে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।