Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এশিয়াডের বাছাই খেলতে হবে বাংলাদেশকে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৮:৩২ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সদ্য সমাপ্ত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসরে টানা চারবার শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু আগে জানানো হয়েছিল এএইচএফ কাপে সাফল্য পেলে আসন্ন হ্যাংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্ব খেলতে হবে না লাল-সবুজদের। কিন্তু তা আর হচ্ছে না। এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হয়েও এশিয়াডের বাছাই খেলতে হবে বাংলাদেশকে। সম্প্রতি এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনকে (বাহফে)।

আগামী ৬ মে থেকে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে হ্যাংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এএইচএফের এমন সিদ্ধান্তে গতবাক বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি বিস্মিত কন্ঠে বলেন, ‘আমরা তো জানতাম বাংলাদেশ সরাসরি এশিয়ান গেমসে খেলবে। এজন্য বাংলাদেশ অলিম্পিকে অ্যাসোসিয়েশনের (বিওএ) মাধ্যমে হ্যাংঝুতে নিবন্ধনও করা হয়েছে। এখন এশিয়ান হকি ফেডারেশন বলছে বাছাই খেলতে!’ জানা গেছে, স্বাগতিক চীন ও এশিয়ার পাঁচ শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল সরাসরি এশিয়ান গেমসে খেলবে। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে অষ্টমস্থানে। তাই এশিয়াডে খেলতে হলে আগে বাছাই খেলতে হবে লাল-সবুজদের। বাছাই পর্ব থেকে ছয়টি দল এশিয়ান গেমসে যাবে। সর্বশেষ ২০১৮ জাকার্তা এশিয়াডের আগেও বাছাই পর্ব খেলতে হয়েছিল রাসেল মাহমুদ জিমিদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ