Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত-আবদুস সালাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৮:২৭ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দিশেহারা জনগণ যখন টিসিবি এবং ওএমএস এর ট্রাকের পিছনে ছুটছে তখন সরকারদলীয় লোকজন মুজিববর্ষ পালনের নামে বিদেশ থেকে শিল্পী এনে কনসার্টের নামে লুটপাটে ব্যস্ত। জনগণকে ভুখা রেখে সরকারদলীয় লোকজন ভোগ বিলাসে মত্ত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক জরুরী সভায় তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, রমজানের পূর্বেই অসাধু সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করেছে। মানুষ যখন রমজানে সিয়াম সাধনার প্রস্তুতি নিচ্ছে সরকার তখন দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে দূর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে। আবদুস সালাম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের ঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ মার্চ গণঅনশন কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ, থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ