Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে গর্ভবতী ছাগলকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৪:৪৬ পিএম

রাতের অন্ধকারে একটি গর্ভবতী ছাগলকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠল তামিলনাড়ুর এক ব্যক্তির বিরুদ্ধে। কেরলের একটি হোটেলে কাজ করত সে। অভিযোগ, মঙ্গলবার রাতে ওই ঘৃণ্য কাজ করেছে সে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কী করে সে এমন কাজ করতে পারে ভেবে পাচ্ছেন না তার পরিচিতরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

ঠিক কী হয়েছিল? হোটেল মালিক জানিয়েছেন, তিনি ও হোটেলের অন্য কর্মীরা মঙ্গলবার রাত ১১টা নাগাদ আচমকাই জেগে ওঠেন ছাগলটির আর্তনাদ শুনে। তার দ্রুত সেই আওয়াজ অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ছাগলটি তার খাঁচার বাইরে পড়ে রয়েছে। জায়গাটি ভেসে যাচ্ছে রক্তস্রোতে। সেই সময়ই চোখে পড়ে কেউ একজন সেখান থেকে পালাতে চাইছে। পরে সেই পলাতককে চিহ্নিত করা হয়। জানা যায়, সে এই হোটেলেরই কর্মী। নাম সেন্থিল। গত বছর দুয়েক ধরে সে কাজ করত এই হোটেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে সেন্থিলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পশুদের প্রতি নিষ্ঠুরতা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে হোটেল মালিক ও অন্যান্যদের অভিযোগ, এই ঘটনায় কেবল সেন্থিল নয়, আরও দু’জন জড়িত। তবুও কেবল ওই ব্যক্তিকেই জড়ানো হচ্ছে।

তদন্তকারী এক পুলিশ অফিসার জানিয়েছেন, ওই ছাগলটির ময়নাতদন্ত করা হয়েছে। যে পশু চিকিৎসক ময়নাতদন্ত করেছেন, তিনি তার রিপোর্টে জানিয়েছেন ছাগলটির সঙ্গে যে অস্বাভাবিক যৌনতা হয়েছিল তার প্রমাণ মিলেছে। তবে ঠিক কী কারণে ছাগলটির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ