গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া গেছে। তবে কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।
বুধবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এখনো তা জানা যায়নি।
তিনি আরও জানান, ঢাকা কলেজের ছাত্ররা তাদের কলেজের সামনে অবস্থানে নিয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাস্থল থেকে এক ব্যক্তি জানান, সংঘর্ষের কারণে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ আছে। অপরপাশে রাস্তা স্বাভাবিক থাকলেও চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।