Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ছেড়ে পালালেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০০ এএম

দাওয়াতের চাপ না নিতে পেরে ঢাকা ছেড়ে পালিয়ে গেলেন মীর। এমনটাই জানাচ্ছেন কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলি। সপ্তাহখানেক হলো বাংলাদেশে এসেছেন ‘মীরাক্কেল’ খ্যাত মীর। এরপর চষে বেড়াচ্ছিলেন গোটা ঢাকাজুড়েই। খাবারে মুগ্ধ হলেও ট্র্যাফিক জ্যামে অতিষ্ঠ হচ্ছিলেন। তবে এই জ্যাম নয় দাওয়াতের চাপেই বুধবার ঢাকা থেকে পালিয়ে কক্সবাজার চলে গেলেন।
গতকাল সেখানে গিয়েই ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজার আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালঙ্কিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’
বাংলাদেশি খাবারে মুগ্ধ মীর আগে বলেন, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি- তা নয়। আমি প্রত্যেক দিন ওজন মাপছি, ২০০ গ্রাম করে বাড়ছে।
মীর আরো বলেন, সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোজখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়া-দাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।
গত রোববার মীর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলেন, তখনো তার আশপাশে উৎসাহী ভক্তের ভিড়। কেউ ছবি তুলতে চায়, কেউ বলতে চায় দু-একটা কথা। মীর সবার আবদার মেটাচ্ছিলেন, আর খেয়ে যাচ্ছিলেন সমানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন ভর্তাওয়ালা বসেন, যারা স্ট্রবেরি, তেঁতুল, পেয়ারা ইত্যাদি দিয়ে নানা রকমের ভর্তা বানান। সেগুলোর প্রশংসা গেছে মীরের কানেও।
তাই রোববার দুপুরে দলবল নিয়ে হাজির মীর। এই-ই করতে মীর বাংলাদেশে এসেছেন এবার। মানে খাবেন, ঘুরে বেড়াবেন আর সেগুলো ক্যামেরায় তোলা হবে। রেডিও-টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি মীর ফুড ভ্লগিং করেন। সেসব ভিডিও নিয়মিত আপলোড হয় ‘ফুডকা’ ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকেন ইন্দ্রজিৎ লাহিড়ী, তিনিই ফুডকা। কাকা-ভাতিজা মিলে এত দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের খাবারের স্বাদ নিয়েছেন।
এবার এসেছেন বাংলাদেশে। মীর বলেন, ‘প্রথম দিন গিয়েছিলাম মাওয়া ঘাটে। ইলিশ খেলাম। পদ্মায় ঘুরলাম। দারুণ সময় কাটছে! ঢাকায় এসে শুধু খেয়েই যাচ্ছি ’। পাশ থেকে ইন্দ্রজিৎ মানে ফুডকা বলে উঠলেন, ‘ঢাকায় এবার নতুন ৩টি জিনিস খেলাম- ভেলপুরি, যেটা কলকাতার থেকে একেবারেই আলাদা, মরিচ-তেঁতুল চা আর স্ট্রবেরি ভর্তা ’।



 

Show all comments
  • K Ahmed Chowdhury ৩১ মার্চ, ২০২২, ৭:৩৫ এএম says : 0
    কলিকাতার বাবুরা কাউকে খাওয়ায়না এবং নিজেরাও বেশি খায়না।
    Total Reply(0) Reply
  • Jamalul Islam Jamal ৩১ মার্চ, ২০২২, ৭:৩৫ এএম says : 0
    অভ্যাসের বাইরে যাওয়া কিছুটা কঠিন-ই !
    Total Reply(0) Reply
  • Hassan M Kamrul ৩১ মার্চ, ২০২২, ৭:৩৫ এএম says : 0
    আমরা আসলেই কতটা অতিথিপরায়ণ তা তিনি বুঝতে পেরেছেন।
    Total Reply(0) Reply
  • Gazi Mohammad Mehedi Hassan ৩১ মার্চ, ২০২২, ৭:৩৬ এএম says : 0
    মীর ভাই প্যাকেট পুরে নিয়ে নিতা
    Total Reply(0) Reply
  • Mohammad A Jinnah ৩১ মার্চ, ২০২২, ৭:৩৬ এএম says : 0
    আপনারা কলকাতা যান , দুইটা শুকনা বিস্কুট দিয়ে বলবে দাদা পুরোটা খেয়ে যাবেন কিন্তু
    Total Reply(0) Reply
  • Mamun Shekh ৩১ মার্চ, ২০২২, ৭:৩৬ এএম says : 0
    কেউ দাওয়াত খাইয়ে পরে খোটা দিলে সেটা মহা অন্যায় তো বটেই ব্যক্তিত্বহীনও বলা চলে! কাউকে দাওয়াত করার ইচ্ছে না হলে করবেন না দাওয়াত, আমার হিসেবে দাওয়াত একটা সৌজন্যতাবোধ!
    Total Reply(0) Reply
  • jack ali ৩ এপ্রিল, ২০২২, ২:২৩ পিএম says : 0
    O'Mir, if you are muslim then follow Qur'an and Sunnah strictly then InshaAllah Allah reward you Jannatul Ferdous.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ