Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুটি খাবারকে বিদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০০ এএম

দুই সন্তানের মা হয়ে গিয়েছেন কারিনা কাপুর খান। কিন্তু সেই জন্য নিজের সৌন্দর্যের সঙ্গে আপোস করতে নারাজ অভিনেত্রী। এমনিতে খাদ্যরসিক কারিনা। সুস্বাদু খাবার পেট পুরে খেতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা রকমের খাবারের ভিডিও শেয়ার করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওয় দেখা যায়, কবজি ডুবিয়ে কারিনা বিরিয়ানি ও মুগ ডালের হালুয়া খাচ্ছেন।
কিন্তু আর নয়। এবার এই প্রিয় দুটি খাবারকেই বিদায় জানাতে চলেছেন কারিনা। ফের যোগ ব্যায়াম ও শরীরচর্চা শুরু করেছেন বেবো। আর তাই সুস্বাদু খাবারেও রাশ টানার পালা। শরীর নিয়েই খুবই সচেতন কারিনা। যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে সঠিক আকৃতিতে রাখেন তিনি। সম্প্রতি শেয়ার করা এক ভিডিওয় দেখা যাচ্ছে, কারিনা আবার সেই রুটিনে ফিরছেন।
স্বাভাবিক ভাবেই বেবোর এই ভিডিও অনুপ্রাণিত করছে নেটিজেনদের। ভিডিওতে বেশ কয়েকটি স্ট্রেচিং ও যোগ ব্যায়াম করতে দেখা গিয়েছে কারিনাকে। আর তাই দুই সন্তানের মা হয়েও তিনি একই রকমের ফ্লেক্সিবল। এই প্রজন্মের অভিনেত্রীদেরও অনায়াসেই টেক্কা দিতে পারেন তিনি। কিন্তু এর জন্য প্রিয় দুই খাবার ছাড়তে হয়েছে অভিনেত্রীকে। কারিনার কথায়, আমার যোগা প্রশিক্ষক আমায় ইনস্টাগ্রামে ফলো করে। অতঃপর আমায় বিরিয়ানি ও হালুয়া ছাড়তে হল।
প্রসঙ্গত কাজের দিক থেকে ২০২০-তে আংরেজি মিডিয়াম ছবিতে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এ বছর মুক্তি পাবে লাল সিং চড্ডা। আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা। সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ