বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর পত্নীতলা উপজেলার আকবপুর ইউনিয়নে লাইসেন্স করা নিজ বন্দুকের গুলিতে ইয়াকুব আলী নামে এক ব্যক্তি আত্মহত্যা হয়েছেন। ৫৫ বছর বয়সী ইয়াকুব আলী পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পত্নীতলা থানার ওসি শামসুল আলম জানান, চেরাডাঙ্গা গ্রামে পরিবার ও স্বজনদের নিয়ে বসবাস করতেন ইয়াকুব আলী। তার লাইসেন্সকরা একনলা একটি বন্দুক ছিল তার। বুধবার সকালের কোনো এক সময়ে সকলের অজান্তেই বাড়ির ছাদে বন্দুক ঠেকিয়ে গুলি ইয়াকুব আলী। এ সময় তার স্ত্রী মর্জিনা খাতুন গুলির শব্দে ছাদে গিয়ে ইয়াকুব আলীর লাশ পড়ে থাকতে দেখেন।
পরে পরিবারের পক্ষ থেকে পত্নীতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াকুব আলীর লাশ উদ্ধার করে এবং বন্দুকটি জব্দ করে। পুলিশ জানান, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। তার লাশের সুরহাল হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।