প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সারিকা সাবা। নির্মাতা জানান সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটির। এতে বিদেশ ফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে আর বিয়ে পাগল একজন নারীর চরিত্রে সারিকা সাবা। নাটকের নাম প্রসঙ্গে তুহিন হোসেন তিনি বলেন, আমি মনে করি, ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। একেকজনের কাছে ভালোবাসা একেকরকম। প্রত্যেকে তার মতো করে ভালোবাসার একটা সংজ্ঞা তৈরি করে নেয়। সে তার মতো করেই ভালোবাসে। এই যে প্রতিটি মানুষ যে ভালোবাসার নানান সংজ্ঞা তৈরি করেছে এটাকেই আমরা হোয়াট ইজ লাভ বলতে চেয়েছি। নাটকটি এনটিভিতে প্রচার হবে। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজসহ আরও অনেকেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।