Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অষ্টম পর্বকেই ‘মিশন : ইম্পসিবল’-এ তার শেষ ভাবছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

হলিউড তারকা টম ক্রুজের বিশ্বাস তার ‘মিশন : ইম্পসিবল’ মিশন শেষ হবে অষ্টম পর্বে। এই পর্বের প্রযোজক ক্রুজ এরই মধ্যে পর্বটির কাজ শুরু করে দিয়েছেন। ফিল্মটি পরিচালনা করবেন ক্রিস্টোফার কোয়েরি। যতটুকু জানা যায়, ‘মিশন :ইম্পসিবল সেভেন’-এর মুক্তির কৌশল নিয়ে প্যারামাউন্টের সঙ্গে মতদ্বৈতার কারণেই ক্রুজ সিরিজটি ছাড়ার সিদ্ধান্তনিয়েছেন। স্টুডিও সিদ্ধান্তনেয় প্যারামাউন্ট প্লাসে স্ট্রিমিংয়ের আগে ৪৫ দিন ফিল্মটি থিয়েটারে চলবে; কিন্তু ক্রুজ স্বাভাবিকের মত তিন মাস দাবি করেছিলেন। সূত্র বলেছে, ক্রুজের বিশ্বাস এত অল্পদিন থিয়েটারে চললে আগ্রহী দর্শকরা বরং স্ট্রিমিংয়ের অপেক্ষায় থাকবে। ‘মিশন : ইম্পসিবল সেভেন’ এখনও নির্মাণ প্রক্রিয়ায় আছে; ২০২৩-এর ১৪ জুলাই এটি মুক্তি পাবে। এছাড়া নির্মীয়মাণ থাকা অবস্থায় আরেকটি ফিল্মের কাজ শুরু করায় পরেরটিতে বাজেটের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, এতেই ক্রুজ ও পরিচালক নাখোশ। সপ্তম পর্ব এরই মধ্যে বেশ কয়েকবার বিলম্বিত হয়েছে, এটি প্রাথমিকভাবে গত বছরের ২৩ জুলাই মুক্তি পাবার কথা ছিল। অষ্টম পর্ব ৮ জুন, ২০২৪ সালে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অষ্টম পর্বকেই ‘মিশন : ইম্পসিবল’-এ তার শেষ ভাবছেন টম ক্রুজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ