Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি ক্ষমতায় থাকাকালীন লক্ষলক্ষ নেতা-কর্মীকে গৃহ হারা করেছিল - কৃষিমন্ত্রী

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৮:০২ পিএম | আপডেট : ১০:০০ পিএম, ৩০ মার্চ, ২০২২

কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেছেন আওয়ী লীগ নেত্রীকে হারিয়ে বিএনপি ক্ষমতায় এসে লক্ষ লক্ষ আওয়মী লীগ নেতা-কর্মীকে গৃহ হারা করেছিল। সহিংসতার মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ব্যবসা-বানিজ্য লুটপাট করেছে।আমার এলাকায় টিউবওয়েল পর্যন্ত তুলে নিয়ে বিএনপি লুট করেছে। তিনি আজ কুধবার বিকেলে ইকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিন কেরানীগঞ্জ আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানী ও খনজি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি,ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ এমপি প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও ম,ই মামুনকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ