Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দাবা অলিম্পিয়াড ভারতে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৭:৫৮ পিএম

রাশিয়া নয়, ভারতে অনুষ্ঠিত হবে বিশ্ব দাবা অলিম্পিয়াড। চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার মস্কোতে শুরু হওয়ার কথা ছিল বিশ^ দাবা অলিম্পিয়াডের খেলা। কিন্তু ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়া থেকে দাবা অলিম্পিয়াড স্থানান্তারিত করা হয়েছে ভারতে। বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মাহমুদা আক্তার মলি। তিনি বলেন,‘বিশ্ব দাবা অলিম্পিয়াডের আয়োজক হওয়ার কথা ছিল রাশিয়ার। কিন্তু ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পরিবর্তে ভারতের চেন্নাইয়ের নিকটবর্তী শহরে আয়োজিত হবে দাবা অলিম্পিয়াড।’ তিনি যোগ করেন, ‘ইউরোপ ও অন্য মহাদেশে হলে যাতায়াত কয়েক দিন চলে যায়। চেন্নাইয়ে প্রতিযোগিতা হওয়ায় আমাদের জন্য ভ্রমণ ও আনুষাঙ্গিক বিষয়ে সুবিধা হলো। আশা করি অলিম্পিয়াডে ভালো কিছু হবে।’ এদিকে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক রেটিং দাবা। এই টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ে নিবন্ধন করতে বলা হয়েছে। ২২০০ রেটিংয়ের উপরে দাবাড়–দের নিবন্ধন ফি লাগবে না। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ