Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এল সালভাদরে সহিংসতা, ১৬ হাজার গ্যাং সদস্যকে শাস্তি বৃদ্ধি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৫:০২ পিএম

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল সোমবার তার দেশের গ্যাংগুলোর প্রতি একটি আল্টিমেটাম জারি করেছেন। তাদের বিভিন্ন দলের ১৬ হাজারেরও বেশি কারাবন্দী সদস্যদের শাস্তি বাড়ানোর হুমকি দিয়েছেন তিনি। গত তিন দিনে কয়েক ডজন হত্যাকাণ্ডের জন্য ওই গ্যাংগুলো দায়ী বলে মনে করা হচ্ছে।

মধ্য আমেরিকার দেশটিতে রোববার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কারণ, সেখানে গ্যাং সহিংসতা নতুন করে আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার থেকে পুলিশ ৮৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে। ‘এখনই হত্যা বন্ধ করুন। নাহলে তারা (বন্দী) এর জন্যও মূল্য প্রদান করতে চলেছে,’ বুকেল টুইট করেছেন। তিনি একটি কারাগারের অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন যেখানে দেখা যায়, অফিসাররা তাদের সেল থেকে অর্ধনগ্ন বন্দীদের টেনে নিয়ে যায়, তাদের দৌড়াতে এবং তাদেরকে মাটিতে শুয়ে থাকতে বাধ্য করে।

ছবিতে আরও দেখা যাচ্ছে যে, অফিসাররা বন্দীদের দিকে ছুটে আসছেন, যারা হাতকড়া পরা এবং শুধুমাত্র সাদা বক্সার শর্টস পরেছে। তাদের কেউ কেউ মাটিতে পড়ে যায়। এক সারিতে হাঁটু গেড়েও অনেককে বসিয়ে রাখা হয়েছে। আইন প্রণেতারা তার অনুরোধে জরুরী অবস্থা ঘোষণা করার পরদিনই, পুলিশের ক্ষমতা সম্প্রসারণ এবং নাগরিক স্বাধীনতা খর্ব করার পর বুকেলের এ প্রতিক্রিয়া আসে।

তিনি রোববার থেকে সমস্ত কারাগারে ‘সর্বোচ্চ জরুরি অবস্থা’ ঘোষণা করেছিলেন। বন্দী গ্যাং সদস্যদের তাদের কক্ষে স্থায়ীভাবে বন্দী করা সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‘আমরা সবকিছু বাজেয়াপ্ত করেছি, এমনকি তাদের ঘুমের মাদুর, আমরা তাদের খাবারও রেশন করেছি এবং এখন তারা আর সূর্য দেখতে পাবে না,’ বুকেল বলেছেন।

উল্রেখ্য, এল সালভাদরে এমএস-১৩, ব্যারিও ১৮ এবং অন্যান্য গ্যাং এর প্রায় ৭০ হাজার সদস্য রয়েছে। কর্তৃপক্ষের মতে, তারা হত্যা, চাঁদাবাজি এবং মাদক পাচারের সাথে জড়িত। সূত্র: দ্য টেলিগ্রাফ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ