Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে ভর্তি কল্যাণ পার্টির ইবরাহিম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:৫৪ পিএম | আপডেট : ১:২৯ পিএম, ৩০ মার্চ, ২০২২

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ব্রেইন স্ট্রোক করেছেন। তাকে ভর্তি করা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন বলেন, ‘স্যারের সঙ্গে আমার আজকে কথা হয়েছে। তিনি আছেন ভালো। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ইবরাহিম তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ভর্তি করা হয় সিএমএইচে।

তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। আজ তার ব্রেইনে রিং পরানোর কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ