Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এগিয়ে গিয়েও জিততে পারেনি মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৮:২২ এএম



কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গতবছর। ফলে বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে ম্যাচটি ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ও ঝালিয়ে নেয়ার ম্যাচ। কিন্তু ব্রাজিলের বড় জয়ের রাতে সেই ম্যাচে জিততে পারেনি মেসির আর্জেন্টিনা। শেষ মুহুর্তে যোগ করা সময়ে গোল পেয়ে যায় একুয়েডর। ফলে স্তাদিও মনুমেন্তাল বানকো পিচিনচায় বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

একুয়েডরের গোলটি করেন এনের ভালেন্সিয়া। ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির দারুণ পাস ডি-বক্সে ধরে ডান দিকে বল বাড়ান নিকোলাস তাগলিয়াফিকো। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গোলটি করেন আলভারেস। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো আর্জেন্টিনা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার গতি কিছুটা কমিয়ে দেয় আর্জেন্টিনা। এই সুযোগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলটি হজম করে সফরকারীরা। ডি-বক্সে নিকোলাস তাগলিয়াফিকোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফরোয়ার্ড ভালেন্সিয়ার স্পট কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক জেরোনিমো রুলি, কিন্তু বল হাতে রাখতে পারেননি। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ভালেন্সিয়া।

ফলে সব মিলিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত রইল গত বছরেই কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করা দলটি। ১৭ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে স্কালোনির দল আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। বাছাইয়ে এখনও একটি ম্যাচ বাকি আছে দল দুটির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ