Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবর্ধনায় সিক্ত রাসেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

মালদ্বীপে স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়ে দেশে সংবর্ধনায় সিক্ত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আয়োজনে গতকাল পল্টনস্থ এনএসসি টাওয়ারের শেখ কামাল মিলনায়তনে সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত কন্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘মালদ্বীপের দেওয়া স্পোর্টস অ্যাওয়ার্ডটি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি। এই পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণেই।’ তিনি যোগ করেন, ‘ক্রীড়াবিদ ও সংগঠকদের সহায়তায় প্রধানমন্ত্রী উদারহস্ত। স্বাধীন বাংলা ফুটবল দলের তিন সদস্য ও তাদের পরিবারকে এক কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিয়েছেন তিনি। ক্রীড়াবিদদের জন্য সহায়তা চেয়ে কখনো আমাদের খালি হাতে ফিরতে হয়নি প্রধানমন্ত্রীর কাছ থেকে।’ গত ১৮ মার্চ মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মো. সলিহ স্পোর্টস অ্যাওয়ার্ড তুলে দেন জাহিদ আহসান রাসেলের হাতে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও তথ্য কমিশনার আবদুল মালেক। সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), হকি, শুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, ভারোত্তোলন, শরীরগঠন, ক্যারম, বাস্কেটবল, জিমন্যাস্টিক্স, সাইক্লিং, সাঁতার, কাবাডি, দাবা, টেবিল টেনিস, তায়কোয়ান্ডো, কারাতে, রোলার স্কেটিং, টেনিস, রাগবি ও জুডো ফেডারেশন এবং ফেন্সিং অ্যাসোসিয়েশন, শেখ রাসেল স্পোর্টস একাডেমি ও টার্গেটবল অ্যাসোসিয়েশন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ