মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, মস্কোর সাথে বেইজিংয়ের সম্পর্ক সব সময়ের চেয়ে ‘সবচেয়ে শক্তিশালী অবস্থানে’ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত সেখানে সংঘাত অব্যাহত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। অন্যদিকে, পশ্চিমাদের বিরোধিতার বিপরীতে শুরু থেকেই রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন। আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা ও বিরোধিতাও করেছে বেইজিং। তারা জোর দিয়ে বলেছে যে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরেও তারা স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময় বজায় রাখবে। প্রকাশ্যে মস্কোর নিন্দা করতেও অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।