Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষা দিতে হিজাব খুলতে বাধ্য করা হলো শিক্ষার্থীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

ভারতের কর্ণাটকে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশের পূর্বে হিজাব খুলতে বাধ্য করা হলো। পরীক্ষার দিন রাজ্যের হুগলি জেলার একছাত্রী বোরকা পরে আসায় তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং স্কুলড্রেস পরে পরীক্ষা দিতে আসতে বলা হয়। সোমবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হওয়ার আগে হিজাবের বিষয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেন, কেউ হাইকোর্টের রায় লংঘন করলে তাকে পরীক্ষায় লেখার অনুমতি দেওয়া হবে না এবং নিয়ম লংঘনের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র সরকারি কর্মকর্তা ধারওয়াদ মোহন কুমার জানান, ওই শিক্ষার্থী সিভিল ড্রেস পরে পরীক্ষা দিতে এসেছিল তাই তাকে বোরকার পরিবর্তে স্কুলড্রেস পরে আসতে বলা হয়। এ জন্য তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়। আমরা তাকে উচ্চ আদালতের আদেশের কথা স্মরণ করিয়ে দিই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী নিয়ম লংঘন করলে আমরা তার সাথে আপস করব না। প্রত্যেকের উচিত উচ্চ আদালতের আদেশ মান্য করা। ছাত্রীদের হিজাব খুলেই পরীক্ষা দিতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেন, সরকারি নিয়ম লঙ্ঘন করলে পুলিশ স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেবে। আমি নিশ্চিত, যেকোনো শিক্ষার্থী এ ধরনের কাজ করবে না এবং তারা নির্বিঘ্নে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবার কর্ণাটকে ৮ লাখ ৭৪ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নাম তালিকাভুক্ত করেছে। তবে কিছু মুসলিম ছাত্রী হিজাবের প্রতিবাদে পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে। এদিকে বাগালকোট জেলায় এমন ঘটনায় এক স্কুলছাত্রীকে বোরকা পরিবর্তন করতে বললে সে পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়ে দেয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ