Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দাড়ি এবং ঢিলেঢালা পোশাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

দাড়ি নেই, তো চাকরি নেই। সরকারি কর্মকর্তাদের জন্য এমন নির্দেশ জারি করেছে আফগানিস্তানের তালেবান। পাশাপাশি তাদের ‘ড্রেস কোড’ও নির্ধারণ করে দেয়া হয়েছে। তিনটি ভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স। জানা গেছে, এরই মধ্যে নতুন আইন প্রয়োগ নিশ্চিত করতে টহল দেয়া শুরু করেছে তালেবানের ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সরকারি কার্যালয়গুলোতে গিয়ে পরীক্ষা করছেন তারা। তাদের নির্দেশ দেয়া হয়েছে যাতে কেউ দাঁড়ি না কাটে। একইসাথে প্রতিদিন লম্বা, ঢিলেঢালা জামা এবং ট্রাউজার পরারও নির্দেশ দেয়া হয়েছে। নিয়মিত নামাজ পরার উপরেও নির্দেশ জারি করা হয়েছে। এসব নিয়ম না মানলে তাদেরকে অফিসে ঢুকতে দেয়া হবে না এবং চাকরি থেকে ছাটাই করে দেয়া হবে। এ নিয়ে সরকারের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এর আগে গত সপ্তাহে মেয়েদের জন্য স্কুল খুলেও তা ফের বন্ধ করে দেওয়া হয়। মেয়েদের একা বিমানে চড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ