মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মিসাইল উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধের কারণে ইউক্রেনকে প্রতিদিন ব্যাপক পরিমাণ মিসাইল সরবরাহ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ফলে দেশটিতে যে ঘাটতির সৃষ্টি হয়েছে তা পূরণ করতেই মিসাইল উৎপাদন বাড়াচ্ছে ওয়াশিংটন। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, ইউক্রেন প্রতিদিন ৫০০টি জ্যাভেলিন এন্টি-ট্যাংক মিসাইল এবং ৫০০টি স্টিঙ্গার এন্টি-এয়ারক্রাফট মিসাইল চায় যুক্তরাষ্ট্রের কাছে। সম্প্রতি তারা একটি লিস্টও পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, যেখানে তাদের অস্ত্রের চাহিদা উল্লেখ করা আছে। ৭ই মার্চ পর্যন্ত অর্থাৎ যুদ্ধের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ১৭ হাজার এন্টি-ট্যাংক মিসাইল দিয়েছে। এছাড়া ওই সময়ের মধ্যে ২ হাজারের বেশি এন্টি-এয়ারক্রাফট মিসাইলও পায় দেশটি। সেই একই ধারায় অস্ত্র এখন পর্যন্ত ইউক্রেন পেয়ে যাচ্ছে। যদিও তার আসল সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। এই ঘাটতি পূরণ করতেই অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গত ১৬ই মার্চ হোয়াইট হাউজ ঘোষণা দেয় যে, তারা ইউক্রেনকে সামরিক সহযোগিতা বাবদ ৮০০ মিলিয়ন ডলারের সমরাস্ত্র দেবে। এছাড়া আরও ৮০০ স্টিঙ্গার এন্টি-এয়ারক্রাফট সিস্টেম এবং ২ হাজার জ্যাভেলিন এন্টি-ট্যাংক মিসাইল সিস্টেম প্রদানের ঘোষণাও আসে। যুক্তরাষ্ট্র স্টিঙ্গার উৎপাদন বন্ধ করে রেখেছিল। তবে যুদ্ধের জন্য আবারও এর উৎপাদন শুরু করছে দেশটি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।