নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত ১০টি ইভেন্টের মধ্যে চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা। মঙ্গলবার মিরপুরস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে পুরুষদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর সামিউল ইসলাম ২৭.৩৮ সেকেন্ডে ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ দুই মিনিট ১০.২৫ সেকেন্ডে, নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া আক্তার দুই মিনিট ৩১.৭৫ সেকেন্ডে এবং পুরুষদের চার গুনিতক ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনী তিন মিনিট ৩৫.৮০ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারমান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।