Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রঞ্জন রামের দ্বি-মুকুট জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৯:২০ পিএম

ফিল্ম ভ্যালি টেনিস ক্লাব স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টে দ্বিমুকুট জিতেছেন রঞ্জন রাম। মঙ্গলবার রমনাস্থ শেখ জামাল টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে রঞ্জন ২-৬, ৬-১, ৭-৬ গেমে রুবেল হোসনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে পুরুষ দ্বৈতের খেলায় রঞ্জন রাম ও অমল রায় জুটি ৬-৪, ৬-৩ গেমে জুয়েল রানা ও আনোয়ার হোসেন জুটিকে হারয়ে শিরোপা জয় করে।

অন্যদিকে নারী এককের ফাইনালে সুবর্ণা খাতুন ৭-৫, ৩-৬, ৬-২ গেমে সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এবং মহিলা দ্বৈতের ফাইনালে সুস্মিতা সেন ও পপি আক্তার জুটি ৬-০, ৬-৩ গেমে সুবর্না খাতুন ও সাদিয়া আফরিনকে হারিয়ে সেরার মুকুট জেতে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্টের পরিচালক এএসএম হায়দারসহ অন্যান্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ