Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে : আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৮:১৫ পিএম

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।
আজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আমিরাতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গারগাশ।
মার্কিন সাংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে গারগাশ বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব হবে দীর্ঘমেয়াদী ও গভীর। বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই বিশ্ব।’
‘কিন্তু আমি মনে করি, এই অবস্থা থেকে উত্তরণে একটি রাজনৈতিক সমাধান এখন সত্যিই প্রয়োজনীয়। এবং যত দ্রুত উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হবে, ততই শান্তিপূর্ণ আলোচনার ভিত্তিতে উভয় দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের ব্যাপারটি গতি পাবে।’
‘দুই দেশের শান্তি সংলাপ যেন সফল হয়, সেজন্য অবশ্যই আমাদের তৎপর হতে হবে, কারণ যতই দিন গড়াচ্ছে, সংঘাতের তীব্রতা বাড়ছে।’
দুবাইয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের সম্মেলন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট চলছে। আমিরাত সরকারের পক্ষ থেকে মঙ্গলবার সেই সম্মেলনে বক্তব্য দেন গারগাশ। সেখানে তিনি বলেন, ‘বিশ্বের উপরিকাঠামোতে এক প্রকার পরিবর্তন ঘটছে এবং মধ্যপ্রাচ্য সেই পরিবর্তন দেখছে।’
‘কিন্তু কেবল দর্শক হয়ে বসে থাকলেই হবে না- অবশ্যই আমাদের তৎপর হতে হবে এবং রাজনৈতিক নয়-এমন ইস্যুগুলোকে গুরুত্ব দিতে হবে।’
মঙ্গলবার ৩৩তম দিনে পৌঁছেছে রুশ সামরিক বাহিনীর অভিযান, গত ২৬ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফ’স মেইন অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সের্গেই রুডস্কয় এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেন, ইউক্রেনে চলমান রুশ অভিযানের মূল লক্ষ্য দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে (ডনবাস অঞ্চল) স্বাধীন করা এবং ইতোমধ্যে অভিযানের প্রাথমিক পর্যায় শেষ করেছে রুশ বাহিনী। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ