Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংহাইয়ে লকডাউনের পর বিশ্বে কমেছে তেলের দাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৮:০৯ পিএম

চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে লকডাউনের পর বৈশ্বিক বাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষক সংস্থা দ্য ফিউচার কন্ট্রাক্ট অপর ব্রেন্ট ক্রুডের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রোববার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেল বিক্রি হয়েছে ১২০ দশমিক ৩ ডলারে।
কিন্তু সোমবার সাংহাইয়ে লকডাউনের পর ব্যারেল প্রতি সাড়ে ৪ ডলার কমেছে তেলের দাম। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেল বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে ১১৫ দশমিক ৮ ডলারে। শতকরা হিসেবে এই হ্রাসের হার ৪ শতাংশ।
চীনের অর্থনীতির প্রাণকেন্দ্র সাংহাই বিশ্বের বৃহৎ ও গুরুত্বপূর্ণ শহরসমূহের মধ্যে অন্যতম। করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় সোমবার শহরটিতে ৯ দিনের জন্য লকডাউন জারি করে চীনের সরকার।
করোনা প্রতিরোধে জিরো কোভিড নীতি নিয়েছে চীনের সরকার। এই নীতির আওতায় গত দুই বছরে চীনের বিভিন্ন শহর ও প্রদেশে লকডাউন জারি করা হলেও এই প্রথম আড়াই কোটি মানুষ অধ্যুষিত সাংহাইয়ে লকডাউন জারি করা হলো।
তবে সাংহাইয়ে লকডাউনের পর জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও এখন পর্যন্ত যে দামে বিশ্ববাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, তা গত বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি বলে জানিয়েছে বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ