বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট আয়োজিত এ মেলা গতকাল বৃহস্পতিবার দুপুরে শুরু হয়। মেলার উদ্বোধন করেন কৃষি অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে আধুনিক প্রযুক্তি ক্রয় করতে ৩০ শতাংশের পরিবর্তে সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। কৃষক, কৃষি অধিদপ্তর এবং কৃষি গবেষকদের সমন্বয়ে কৃষিতে আজ বিপ্লব সাধিত হয়েছে। সিলেটে যে পরিমাণ অনাবাদি জমি রয়েছে সেগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসলে ৮-৯ মেট্রিক টন খাদ্য উদ্ধৃত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক আবুল হাসেমের সভাপতিত্বে ও আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. ওহিদুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. মাহমুদুল ইসলাম নজরুল, কৃষিবিদ শফিকুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. নুরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।