Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘আমরা মেসিকে বিবেচনা করছি না’বার্সেলোনা সভাপতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৯:২৩ এএম

 

বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন উঠেছে, আবারও কি বার্সায় ফিরছেন মেসি! তবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবার স্পষ্ট করেই জানিয়ে দিলেন, মেসিকে ফেরানোর কোনো সম্ভাবনা নেই। চলতি মৌসুমে দুই বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি।

মূলত বার্সেলোনার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তাকে ছাড়তে হয়। পিএসজিতে যাওয়ার পর খুব আনন্দে নেই মেসি। তবে মেসিকে ফেরার ব্যাপারটি বার্সার বিবেচনাতেও নেই, এমনটিই জানালেন লাপোর্তা। আরএসি ওয়ানকে তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো ধরনের যোগাযোগ হয়নি। আমি তার সঙ্গে কথাও বলিনি। এখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি। সে প্যারিসে আছে। কিন্তু আমি তাকে এখনও স্নেহের সঙ্গে মনে রেখেছি। আমি জানি কী বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে কথা হয়নি।’

এছাড়া তিনি বলেন,‘আমার কাছের মানুষদের মন্তব্যও শুনেছি আমি। মেসি বা তার আশেপাশের কারো কাছ থেকে ফেরার ব্যাপারে কোনো বার্তা পাইনি। সত্যিটা হচ্ছে এই মুহূর্তে আমরা এমন কিছু বিবেচনার মধ্যেও রাখছি না।’

নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে বদলে যাচ্ছে বার্সেলোনা। সর্বশেষ এল ক্লাসিকোতে রিয়ালকে তারা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। তারুণ্য নির্ভর দলের সঙ্গে দানি আলভেজ-পিয়েরো এমরিক অবামেয়াংদের যোগ দেওয়ায় বার্সা হয়ে উঠেছে শক্তিশালী। এই ধারাই ধরে রাখতে চান লাপোর্তা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটা তরুণ দল তৈরি করছি কিছুটা অভিজ্ঞতা সম্পূর্ণ কয়েকজনের সঙ্গে। পারস্পরিক নির্ভরতা আবারও ভালোভাবে কাজ করছে। কিন্তু মেসি তো মেসিই, বিশ্বের সেরা ফুটবলার। সে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে সম্মান প্রাপ্য। সে একজন বিজয়ী, কিন্তু এটা (বার্সায় ফেরা) এমন কিছু যার পরিকল্পনা আমরা করছি না।’

মেসির বার্সা থেকে বিদায়ের বিষয়ে আবারও লাপোর্তা বলেন, ‘মেসিকে বিদায় দেয়া আমার জন্য, নিশ্চিতভাবেই কাজটা সহজ ছিল না। কিন্তু এটা হয়ে গেছে। আমার মনে হয় ক্লাব প্রথমে এসেছে- আমি বার্সেলোনাকে আরও ঝুঁকিতে ফেলতে পারতাম না। আমার মনে হয় আমরা সেটাই করেছি যেটা করা দরকার ছিল।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ