Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলার চুলে পাখির বাসা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:১০ এএম

হান্না ব্রাউনি টেইলর নামে এক মহিলার চুলে ৮৪ দিন ধরে ছিল একটি পাখির বাসা। একটি ছোট পাখি ধীরে ধীরে তার চুলের মধ্যে গড়ে তোলে বাসা। আর এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। তিনি অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের পাখি নিয়ে কাজ করে চলেছেন।
একটি সাক্ষাৎকারে হান্না নিজেই জানিয়েছেন সেই ঘটনার কথা। যে ছোট পাখি তার চুলে গড়ে তোলে বাসা, সেটিকে তিনিই উদ্ধার করে তার ঘরে নিয়ে এসেছিলেন। তার কাহিনীর সঙ্গে সঙ্গে তার চুলের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
সম্প্রতি হান্না সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সেই কাহিনী। তিনি জানিয়েছেন একটি ঝড়ে ছোট ফিঞ্চ পাখি তার দলের সবাইকে হারিয়ে ফেলে। সে তার বাসাও খুঁজে পায় না। সেই সময় তাকে ঘরে নিয়ে আসেন।
তিনি একজন ওয়াইল্ডলাইফ বিশেষজ্ঞের কাছ থেকে জানতে পারেন, ছোট ফিঞ্চ পাখির প্রায় ১২ সপ্তাহের মত সময় লাগবে সবকিছু শিখতে। এই সময় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ছোট পাখিকে বিশেষ একটি বাক্সে খুব যত্ন সহকারে রাখা হয়। কিন্তু এরপরই ঘটে সেই মজার ঘটনা।
হান্না দেখতে পান যে, তার চুলে একটি ছোট বাসা তৈরি করেছে ওই পাখি। প্রায় ৮৪ দিন ধরে সেই পাখির বাসা তার চুলে ছিল। এরপর ওই ছোট পাখি কিছুটা বড় হয়েই তার দলের সঙ্গে পাড়ি দেয় নিজের আস্তানায়। সূত্র : এনওয়াই পোস্ট, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ