Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯২-৯০ বছরে বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:১০ এএম

লিভ ইন রিলেশনশিপে ৩৭ বছর থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত। পাত্রের বয়স ৯০! আর পাত্রী ৯২ বছরের! আপাতত এই দম্পতিকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিয়ে উপলক্ষে কয়েকদিন আগেই আনন্দে মেতে উঠেছিল নবদম্পতির গোটা পরিবার।
কথায় বলে, ভালোবাসা কোনও নিয়ম মানে না। কোনও বেড়াজালে তাকে বাঁধা যায় না। আরও একবার সেই প্রবাদকেই সত্যি বলে প্রমাণ করলেন মরিস বেনটন এবং তার ৩৭ বছরের সঙ্গিনী জোয়ান ওরিস।
জনপ্রিয় একটি সংবাদপত্র তাদের প্রেম কাহিনি প্রকাশ করেছে। ইংল্যান্ডের সমারসেট কাউন্টির সেই ‘গল্প’ মন কেড়েছে ছোটবড় সবার। তরুণ বয়সেই মরিসের সঙ্গে জোয়ানের আলাপ। তারপর বহু বছর কেটে যায়। এরপর একটা সময় তারা উভয়েই বুঝতে পারেন, পরস্পরের প্রেমে পড়েছেন। কিন্তু সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার কোনও তাগিদ অনুভব করেননি।
এরপর টানা ৩৭ বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন মরিস ও জোয়ান। কিন্তু তারা কোথায় থাকেন, বা তাদের ব্যক্তিগত তথ্যাবলী নিয়ে খুব বেশ কিছু ওই প্রতিবেদনে জানানো হয়নি। শুধু বলা হয়েছে, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন মরিস। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পাকাপাকিভাবে পরস্পরের থেকে আলাদা হওয়ার মতো অবস্থা তৈরি হয়।
আর এই ঘটনার পরই এই যুগলের মনে হয়, তাদের এবার বিয়ে করা উচিত। অবশেষে জীবনের ৯০ বসন্ত পার করার পর মরিস তার প্রিয়তমা জোয়ানকে বিয়ের প্রস্তাব দেন! ৯২ বছরের জোয়ান সেই প্রস্তাবে সায়ও দেন। তাদের সিদ্ধান্তে খুশি পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু ও প্রতিবেশীরা। তারা এই জুটিকে ‘ মো অ্যান্ড জো’ নামে ডাকছেন!
জোয়ানের দুই সন্তান, ছয় নাতি-নাতনি এবং তাদের দুই সন্তানও রয়েছে। জোয়ান ও তার পরিবারের সবার চেষ্টা এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সেরে উঠেছেন ৯০-এর তরুণ। আর মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেই নতুন করে ঘর বাঁধার স্বপ্নে বুঁদ হয়ে যান মরিস। জোয়ান সেই উৎসাহে ভাটা পড়তে দেননি।
এর আগে গত বছরও এমন একটি ঘটনা সামনে এসেছিল। অস্ট্রেলিয়া বিয়ে করেছিলেন ৯৩ বছরের ম্যারি হিল এবং ১০০ বছরের রন হেডলি! সূত্র : এক্সপ্রেস ইউকে, মিরর ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ