Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হ্যান্ডবল কোর্টে ব্যাডমিন্টন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৯:১৫ পিএম

স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন হলো হ্যান্ডবল মাঠে! ম্যাট বিছিয়ে প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেন কর্মকর্তারা। চৈত্রের গরমে ঘেমে নেয়ে একাকার শাটলাররা। মাঝে সাঝে বাতাসে অন্য দিকে উড়ে যাচ্ছিল ফেদার। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় গুটিকয়েক শাটলারদের নিয়েই আয়োজিত হয় স্বাধীনতা দিবসের ব্যাডমিন্টন। আর এটা করে এখন সমালোচিত ব্যাডমিন্টন কর্তারা। এ প্রসঙ্গে সাবেক এক সংগঠক বলেন, ‘লোক দেখানো প্রীতি খেলার কোন প্রয়োজন ছিল না। ক্রীড়া পরিষদের বাধ্যতামূলক থাকায় এমন দায়সারা আয়োজন করেছেন কর্মকর্তারা। যেখানে জাতীয় দলের বেশিরভাগ শাটলাররা খেলেননি। গুটিকয়েক সাবেক শাটলারদের দিয়েই খেলানো হয়েছে প্রীতি ম্যাচ। এ আয়োজনে ফেডারেশন কি পেল বুঝতে পারছি না।’ চার ঘণ্টার খেলা শেষে সোমবার বিজয়ীদের হাতে পুস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার আবদুল মালেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ