Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফিজ-আফসানা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৯:১৪ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতার পুরুষ বিভাগে হাফিজুর রহমান ও নারী বিভাগে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন হয়েছেন। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামস্থ ক্যারম ফেডারেশন অফিসে পুরুষ বিভাগের ফাইনালে হাফিজুর রহমান ২-০ সেটে বিপ্লব রায়কে হারিয়ে সেরা হন। অন্যদিকে নারীদের লিগ ভিত্তিক খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হন নাসরিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ।

তিনি বলেন, ‘অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যারমের খেলা। আমাদের আটজন খেলোয়াড় সেখানে খেলতে যাবেন। আমাদের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। যাতে তারা বিশ্ব আসরে ভালো করতে পারেন। আমরা মুজিববর্ষে পাঁচ বিভাগ ও ১৬টি জেলায় ক্যারম টুর্নামেন্টের আয়োজন করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ