Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিব্বতি লামার শেষকৃত্যে চীনা পুলিশের বিধিনিষেধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

জনপ্রিয় তিব্বতি লামা চোক্তরুল দাওয়া রিনপোচের অন্ত্যেষ্টিক্রিয়া অবরুদ্ধ করে রেখেছিল চীনা পুলিশ। এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ায় ভক্তদের উপস্থিত হতে বাধা দেওয়া এবং অনলাইনে শেয়ার করা ধর্মীয় নেতার ছবি মুছে ফেলা হয়েছিল। রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) রিপোর্টের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী রিনপোচে গত ৩০ জানুয়ারি তিব্বতের রাজধানী লাসায় নিজ বাসভবনে মারা যান। এর পরই দ্রুত সময়ের মধ্যে তার লাশ থুকডাম নামক একটি রাজ্যে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা বিশ্বাস করেন, সেখানে একজন দক্ষ ধ্যানকারীর চেতনা কিছু সময়ের জন্য শরীরে থাকে। আরএফএ তিব্বতের একটি সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ‘চীনা সরকার রিনপোচে›র মৃত্যু যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছিল। লোকেদেরকে তার মৃত্যুর খবর অনলাইনে শেয়ার না করার জন্য সতর্ক করেছিল। এছাড়াও ইতিমধ্যে অনলাইনে প্রকাশিত রিনপোচের ছবি এবং ভিডিওগুলো চীনা সরকার দ্রুত মুছে দিয়েছে। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ