Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এল সালভাদরে ব্যাপক সহিংসতায় ৭৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি করা হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৭:৪০ পিএম

এল সালভাদরে সহিংস ঘটনায় মাত্র দুই দিনে ৭৬ জন নিহত হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট নায়েব বুকেলের অনুরোধে জরুরি অবস্থা অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। এর আগে সহিংস ঘটনায় গত শুক্রবার ১৪ জন এবং শনিবার ৬২ জন নিহত হয়েছেন মধ্য আমেরিকার ছোট্ট এই দেশটিতে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, এল সালভাদরে সম্প্রতি দলগত সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শুধু শুক্র ও শনিবারেই নিহত হয়েছেন ৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রোববার রাস্তায় নামেন এল সালভেদরের পুলিশ ও সেনাবাহিনী। দেশটির সিকিউরিটি ক্যাবিনেট জানিয়েছে, এরই মধ্যে দুটি পৃথক গ্যাংয়ের চার শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। গ্যাং দুটির নাম মারা সালভাত্রুচা (এমএস-১৩) ও ব্যারিও ১৮। অভিযোগ রয়েছে, এই দুইটি গ্যাংয়ের সদস্যদের মাধ্যমেই সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো ঘটছে।

এদিকে টুইটারে এক পোস্টে এল সালভাদরের ন্যাশনাল সিভিল পুলিশ জানিয়েছে, ‘অপরাধীদের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ আমরা সহজে থামাব না। অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকবে।

এএফপি জানিয়েছে, জরুরি অবস্থা জারির মাধ্যমে উন্মুক্ত সমাবেশ সীমাবদ্ধ করা এবং আদালতের অনুমতি ছাড়া চিঠিপত্র, টেলিফোন কল ও ই-মেইল আদান-প্রদান সীমিত করেছে এল সালভাদর সরকার।

এল সালভাদরে সহিংস ঘটনায় প্রাণহানি একটি নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত বছরের নভেম্বরে সহিংস ঘটনায় তিন দিনে ৪৫ জন নিহত হয়েছিলেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে এল সালভেদরে ১ হাজার ১৪০টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ