Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইরিনের প্রশংসায় এসএ হক অলিক

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটি। এতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন আইরিন। সিনেমাটিতে নতুন এক আইরিনকে দেখবেন বলে জানান অলিক। অলিক বলেন, ‘আইরিন অভিনীত কয়েকটি সিনেমায় তার অভিনয় দেখেছি। তার অভিনয় দেখেই আমার সিনেমায় নিয়েছি। আমার বিশ্বাস, তার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন, তার চোখের জলে দর্শকও চোখ ভেজাবেন। নতুন করে দর্শক সত্যিকারের অভিনেত্রী আইরিনকে খুঁজে পাবেন। শুধু তাই নয়, এটি একটি পারিবারিক গল্পের সিনেমা। তাই যেসব সিনেমা হলে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার পরিবেশ আছে সেসব সিনেমা হলেই এটি মুক্তি দেয়ার চেষ্টা থাকবে।’ আইরিন বলেন, ‘অলিক ভাই আমাকে এই সিনেমাতে অভিনয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন। আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে চরিত্রটি নিয়ে তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও করি। সবমিলিয়ে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জও ছিলো। এই সিনেমাতে সিনিয়র শিল্পী যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করেছেন।’ অলিক জানান, এতে আরো অভিনয় করেছেন নবাগত নায়ক আসিফ, সৈয়দ হাসান ইমাম, এটিএম শামুসজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ, বিপাশা কবির প্রমুখ। উল্লেখ্য, আইরিন অভিনীত অন্যান্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইরিনের প্রশংসায় এসএ হক অলিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ