নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট জয়ে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ২০৯ রানে হারায় নেপালকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন শাকিল আহমেদ। ৪৩ বলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তার ইনিংসটি। জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ২২ রান তুলতেই সবকটি উইকেট হারায় নেপাল।
এর আগে ভার্চুয়ালী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, এনপিসি সহসভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, পৃষ্ঠপোষক মিনিস্টারের কক্সবাজার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোরশেদ উল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।