রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ও সুরারোপিত গান বিষয়ক সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জনাব নাজমুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রাখাল ঠাকুর, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু, কোষাধ্যক্ষ শিব শংকর অধিকারী, ঢাকা থেকে আগত প্রশিক্ষক এম.এ. মোমেন, তালযন্ত্রী স্বপনসহ আরো অনেকে। কর্মশালাটি জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে গত শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা থেকে আগত এম.এ. মোমেন। গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে প্রায় ৬৫ জন শিক্ষার্থী এ কর্মশালা অংশ গ্রহণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।