Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডক্টর স্ট্রেঞ্জ

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মারভেল কমিক্সের চরিত্র নিয়ে স্কট ডেরিকসন পরিচালিত সুপারহিরো অ্যাকশন ফিল্ম ‘ডক্টর স্ট্রেঞ্জ’। ‘ডেলিভার আস  ফ্রম ইভিল’ (২০১৪), ‘সিনিস্টার’ (২০১২), ‘দ্য ডে আর্থ স্টুড স্টিল’ (২০০৮) এবং ‘দি এক্সরসিজম অফ  এমিলি রোজ’ (২০০৫) ডেরিকসন পরিচালিত চলচ্চিত্র।
স্টিফেন স্ট্রেঞ্জ (বেনেডিক্ট কাম্বারব্যাচ) একজন  নিউরোসার্জন।  স্বভাবে সে বেশ উদ্ধত আর খেয়ালি। তবে পেশার কথা বিবেচনা করলে সে এক কথায় ভীষণ প্রতিভাবান আর  দক্ষ। একবার গাড়ি চালিয়ে যাবার সময় সে সামনের রাস্তার দিকে মন না দিয়ে সেলফোনে বার্তা পাঠানোতে ব্যস্ত ছিল। তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে। প্রাণে বেঁচে যায় সে সেই যাত্রায়, তবে সংজ্ঞা ফেরার পর সে বুঝতে পারে তার হাতের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে চিকিৎসক হিসেবে আর কাজ করতে পারবে না। তার প্রেমিকা ক্রিস্টিন (রেচেল ম্যাকঅ্যাডামস) তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু স্টিফেন যত পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে চেষ্টা করে। সে জানতে পায় রহস্যময়ভাবে এক পক্ষাঘাতগ্রস্ত সুস্থ হয়ে গিয়েছে। তাকে অনুসরণ করতে করতে নেপালে কামার-তাজ নামে এক প্রাচীন স্থাপনায় এসে পৌঁছে।  এখানে এসে তার সঙ্গে অ্যানশেন্ট ওয়ান (টিল্ডা সুইন্টন) নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়। এই নারীর বয়স কেউই জানেনা এবং সে অলৌকিক শক্তির অধিকারী।  অ্যানশেন্ট ওয়ান জানায় সুস্থ হতে হলে তার অহংবোধকে জয় করতে হবে। তাকে সে আধ্যাত্মিক সাধনায় দীক্ষা দেয়। স্টিফেনকে শেখানো হয় কীভাবে সে এই বিদ্যা শিখে অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে।
হলিউড শীর্ষ পাঁচ
১। ডক্টর স্ট্রেঞ্জ (বেনেডিক্ট কাম্বারব্যাচ, চিওয়েটেল এজিওফর, রেচেল ম্যাকঅ্যাডামস, টিল্ডা সুইন্টন)
২। ট্রল্স (এনিমেশন; ভয়েস : জাস্টিন টিম্বারলেক, অ্যানা কেন্ড্রিক, জেমস করডেন, রাসেল ব্র্যান্ড)
৩। হ্যাকস রিজ (অ্যান্ড্রু গারফিল্ড, স্যাম ওয়ার্দিংটন, ল্যুক ব্রেসি, টেরিজা পামার)
৪। ইনফার্নো (টম হ্যাঙ্কস, ফেলিসিটি জোন্স, ইরফান খান, বেন ফস্টার)
৫। বু! আ ম্যাডিয়া হ্যালোউইন (টাইলার পেরি, বেলা থন, কেসি ডেভিস, প্যাট্রিস লাভলি)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডক্টর স্ট্রেঞ্জ

১১ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ