মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন যুদ্ধে হতাশ হয়ে নিজেদের কর্নেল পদের কমান্ডারকে হত্যা করল রুশ সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে রাশিয়ার ৩৭তম পৃথক গার্ড মোটর রাইফেল ব্রিগেডের প্রায় অর্ধেক সেনা নিহত হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের শহর মাকারিভে এই ঘটনা ঘটে। রুশ সেনারা কর্নেল ইউরি মেদভেদেভকে ট্যাংক চাপা দিয়ে হত্যা করে। এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা মাকারিভ পুনর্দখল করে নিয়েছে।
এদিকে পশ্চিমা কর্মকর্তারা দাবি করছেন, এখন পর্যন্ত সাতজন রুশ জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। সর্বশেষ মারা যাওয়া রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভ। তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক অংশের ৪৯ তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন।
বিবিসি জানায়, যুদ্ধ শুরু হওয়ার চারদিন পরই রেজানস্টেভ দাবি করেছিলেন যে, যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কাছে লড়াইয়ে মারা গেছেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আজ ৩২তম দিনে গড়িয়েছে। কিন্তু ইউক্রেনের কঠোর প্রতিরোধের মুখে এক মাসেরও বেশি সময়ে ইউক্রেনের বড় কোনো শহর দখল করতে পারেনি রুশ সেনারা। ইউক্রেনের দাবি তারা ১৫ হাজারেরও বেশি রুশ সেনাকে হত্যা করেছে এবং আরও অন্তত ২৫ হাজার রুশ সেনা আহত হয়েছে।
তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে তাদের ১৩৫১ জন সেনা নিহত এবং ৩৮৩৫ জন সেনা আহত হয়েছে।
রাশিয়া শনিবার ঘোষণা করেছে যে, ইউক্রেনে তাদের সামরিক অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে এবং তারা এখন পূর্ব ইউক্রেনের ডনবাসকে সম্পূর্ণভাবে ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করবে। তার মানে রাশিয়া হয়তো রাজধানী কিয়েভ দখল করার আশা ছেড়ে দিয়েছে।
ইউক্রেনের অন্যান্য এলাকায় রাশিয়ান বাহিনীর গতি স্থবির হয়ে পড়েছে। কিয়েভের চারদিকের অবস্থানগুলো থেকে হটিয়ে দেয়া হয়েছে রাশিয়ান বাহিনীকে। সেখানে তারা ক্ষয়ক্ষতি এড়াতে অথবা প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি করার চেষ্টা করছে।
রাশিয়া কিয়েভ দখলের আশা ছেড়ে দিয়েছে, সেটা হয়তো এখনি বলা যাবে না। কিন্তু পশ্চিমা কূটনীতিকরা বলছেন, সব জায়গাতেই রাশিয়ার সৈন্যরা একের পর এক আঘাতের মুখোমুখি হচ্ছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।