Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কে জড়ালেন আরতুগ্রুল-এর হালিমা সুলতান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ৫:০১ পিএম

তুর্কি টিভি সিরিয়াল আরতুগ্রুল-এ হালিমা সুলতান চরিত্রে অভিনয় করেছিলেন তুর্কি অভিনেত্রী ইসরা বিলজিক। এবার সেই অভিনেত্রীর উপরই প্রবল ক্ষেপে উঠল পাকিস্তানিরা। আরতুগ্রুল সিরিয়ালে ওই অভিনেত্রীকে রাণীর চরিত্রে দেখা গিয়েছিল। আর সম্প্রতি সেই অভিনেত্রীই ব্রা পরে জনপ্রিয় লেডিস ইনারওয়্যার ব্র্যান্ড ‘ভিক্টোরিয়া সিক্রেট’-এর বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন। এই বিষয়টিই কিছুতে মেনে নিতে পারছেন না পাকিস্তানিরা।

পাকিস্তানি, বিশেষত পাক পুরুষদের একাংশ বলছেন, ওই অভিনেত্রীর লজ্জা হওয়া উচিত এমন পোশাক পরার জন্য। এমনকী সোশ্যাল মিডিয়াতেই ওই অভিনেত্রীকে লক্ষ্য করে চলছে গালিগালাজ। তাদের অভিযোগ, ইসরা বিলজিক এই বিজ্ঞাপনের মাধ্যমে নগ্নতা প্রচার করতে চাইছেন! কেউ কেউ লিখেছেন, ''এভাবে ব্রা পরে দেখলে আরতুগ্রুল ভাই (সিরিয়ালের নায়ক) আপনাকে চড় মারবে।'' একজন লিখেছেন, ''আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে পাকিস্তানের কাছে চেয়ে নিন, কিন্তু এভাবে ইসলামিক সংস্কৃতিকে ধ্বংস করবেন না।''

প্রসঙ্গত, ভিক্টোরিয়া সিক্রেট-এর নতুন কালেকশন ‘লাভ ক্লাউডের’ প্রচারে বিলজিক ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। বিজ্ঞাপনটি আপলোড করার সঙ্গেসঙ্গেই পাকিস্তানিদের একাংশ প্রতিবাদ জানাতে থাকেন। অনেক আবার ক্ষোভে ফেটে পড়ে বলছেন, তুর্কি অভিনেত্রী তাদের অনুভূতির সঙ্গে খেলেছে। অনেকেই আবার অভিনেত্রীকে রীতিমত হুমকিও দিচ্ছেন প্রকাশ্যে।

এবারই অবশ্য প্রথম নয়, বিলজিক এমন সমালোচনার মুখোমুখি আগেও হয়েছেন। গত বছরও এভাবেই সমালোচিত হতে হয়েছিল তাকে। তিনি অবশ্য এসবের তোয়াক্কা করেন না। তার কথায়, ''পোশাক নিয়ে যাদের সমস্যা আছে তারা আমাকে অনুসরণ করবেন না।'' সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

Show all comments
  • jack ali ২৭ মার্চ, ২০২২, ৫:০৫ পিএম says : 0
    Allah didn't created human being for despicable, indecent purpose. Those so called muslim actor and actress Allah's curse upon them because they spread lewdness and indecency.
    Total Reply(0) Reply
  • Md. Aman Ullah Talukder ২৮ মার্চ, ২০২২, ৭:৩২ এএম says : 0
    I think she is only an actress. She doesn't bear Islamic values. One should not have to go far. In Bangladesh many actresses have other side. Which is black.
    Total Reply(0) Reply
  • Mohammad Mahthir ২৮ মার্চ, ২০২২, ১:১৭ পিএম says : 0
    ইসরা বিলেজিক হলো একজন অভিনেত্রী। ও পরিচালক প্রদত্ত চরিত্রে অভিনয় করেন। ওর মূল লক্ষ্য হলো টাকা। সুতরাং, টাকা ছাড়া কিছু বুঝেই না। ও টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এখানে সে ধর্মকে প্রাধান্য দিচ্ছে না। ওর মতো অনেকেই আছে যাদের Acting character এবং Real character আকাশ পাতাল ব্যবধান। বিশেষত কুরুলুস উসমানে বালা হাতুন ওরফে ওজগে টরের। এরা সিরিজে দেখায় কি তাকওয়াবান। আর বাস্তবে নগ্নতা প্রদর্শন করে।
    Total Reply(0) Reply
  • ফিরোজা সুলতানা ২৯ মার্চ, ২০২২, ৫:৩৮ পিএম says : 0
    এদের বিচার আল্লাহ নিশ্চয়ই করিবেন। এসবে সময় নষ্ট করিবার কোনও প্রয়োজন নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ