Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট আহত ৪

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে গাজীপুর জজ কোর্টের এক আইনজীবীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের কাইচাবাড়ী গ্রামের এড. কাজী আলমের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ীর মালিক এড. কাজী আলম জানান, রাত সোয়া ২টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী একদল ডাকাত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীর প্রধান গেইটের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ীর সকলকেই জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে নগদ ১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, ৩টি মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় আমানে খাতুন, মাসুদ রানা, কাজী সোহেল ও স্মৃতি আক্তাকে হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট আহত ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ