নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হার দিয়েই বিশ্বকাপটা শেষ হলো বাংলাদেশের। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এক মাত্র পাকিস্তান ছাড়া আর কোন দলের বিপক্ষেই জিততে পারেনি বাংলাদেশ। দুইদিন আগে অস্ট্রেলিয়ার সাথে লড়াই করে হারের পর রোববার ইংলিশ নারীদের সাথে ১০০ রানে হেরেছে বাংলাদেশ।
জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশের নারীরা। দলের পক্ষে শামীমা সুলতানা ২৩,শারমিন আকতার ২৩,ফারজানা ১১, ক্যাপ্টেন নিগার সুলতানা ২২, ও লতা মন্ডল করেন সর্বোচ্চ ৩০ রান। আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি।
শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং শুরু করেছিল নিগার সুলতানার দলের। কিন্তু ইংলিশ মেয়েদের শেষের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকটে ২৩৪ রানে থামে তারা। বল হাতে ইনিংসের পঞ্চম ওভারে জাহানারা আলমের শিকার হয়ে ফেরেন ড্যানি হোয়াইট। ব্যক্তিগত ৬ রান করে ফেরেন তিনি। দলীয় ২৬ রানের মাথায় ৬ রান করা হিদার নাইটকে ফেরান সালমা খাতুন।
দলীয় ৮৬ রানে রিতু মনি ফেরান শিকার বনে। ফেরার আগে ট্যামি বিউমন্ট ৬৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। এক ওভার পর ফাহিমা খাতুনের শিকার ন্যাট সাইভার। দলীয় ৯৬ রানে তিনি ফেরেন ব্যক্তিগত ৪০ রান করে। এরপর পঞ্চম উইকেট জুটিতে অ্যামি জোন্সকে সঙ্গে নিয়ে সোফিয়া ডাঙ্কলি ইংল্যান্ডকে নিয়ে দারুণ জুটি গড়েন। অবশেষে তাদের ৭২ রানের জুটি ভাঙেন লতা মণ্ডল। সালমার হাতে ক্যাচ বানিয়ে অ্যামিকে তিনি ফেরান ৩১ রানে।
অ্যামির বিদায়ের পরও লড়ে যাচ্ছিলেন ডাঙ্কলি। দলীয় ২১১ রানে যখন তিনি সালমার শিকার বনে ফিরলেন। ততক্ষনে ৭২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর ক্যাথেরিন ব্রান্ট ও সোফি একলস্টোনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ২৩৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড। বল হাতে বাংলাদেশের হয়ে সালমা দুটি, এছাড়া জাহানারা,রিতু,ফাহিমা ও লতা নেন একটি করে উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।