নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যচে সুইজারল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ম্যাচে ইংল্যান্ডের হয়ে ব্রিল এমবোলো ও ক্যাপ্টেন কেইন একটি করে গোল করেন। সুইজারল্যান্ডের হয়ে এক মাত্র গোল করেন লুক শ।
গত নভেম্বরে বাছাইপর্বের শেষ রাউন্ডে সান ম্যারিনোকে ১০-০ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ইংল্যান্ড। সেই ম্যাচের পর প্রথমবার খেলতে নেমে ম্যাচে ১৪তম মিনিটেই এগিয়ে যাওয়ার সযোগ পায় স্বাগতিকরা। তবে স্বাগতিক দর্শকদের হতাশ করে ২২তম মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। জেরদান শাচিরির ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে গোলটি করেন ফরোয়ার্ড এমবোলো।
তিন মিনিট পর ফের গোলের সুযোগ পায় তারা। গোল পোস্টের খুব কাছ থেকে ফপিয়ান ফ্রেইয়ের জোরাল শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের হাতে লেগে ক্রসবারে বাধা পায়। ৩৮ দুই মিনিট পর আরেক দফা বেঁচে যায় ইংল্যান্ড। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ওয়াকার-পিটার্স বাড়ান গালাঘারকে। এই মিডফিল্ডার দূর থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন শ।
তবে দ্বিতীয়ার্ধে ৭৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। জাতীয় দলের সবশেষ তিন ম্যাচে কেইনের গোল হলো ৮টি। সান ম্যারিনোর বিপক্ষে চার গোল করার আগে হ্যাটট্রিক করেছিলেন আলবেনিয়ার বিপক্ষে। এরপর আর গোলের দেখা পায়নি কোন দলই। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইল ইংল্যান্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।