রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছে ২০ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুর শহরের চাপাতলীতে গতকাল রোববার সকালে ট্রাক ও ট্রলির ধাক্কায় একপর্যায়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী আরজিনা খাতুন (৮)। পরে ট্রাকটি পালিয়ে গেলেও শহরের কান্দাপাড়া থেকে ট্রাকটি আটক করে পুলিশ। একই সাথে ট্রলি ও ট্রলি চালককে আটক স্থানীয় লোকজন। পরে চালকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা জানান, রাজাপুরে সোনারতরী পরিবহনের একটি নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোরে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাজাপুরে ৫, ঝালকাঠিতে ১০ ও বরিশাল শেবাচিমে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ৫ জন চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, কুয়াশার কারনে ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী সোনারতরী পরিবহনের একটি নৈশ্যকোচ এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়িরই সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।