Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ গণঅধিকার পরিষদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১০:০২ পিএম

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রোগ্রামে গাইবান্ধা, চট্টগ্রাম, বগুড়া ও শেরপুরে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। শনিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এসব হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,‘বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ভিন্নমত ও বিরোধীদের উপর সরকারি দলের গুন্ডাদের লেলিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মতো প্রোগ্রামে সরকারি দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে প্রমাণ করছে তারা মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, গাইবান্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিশালের নেতৃত্বে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা হয়। হামলায় ২০ জন আহত হয়। যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বগুড়ার ফুলবাড়ী শহর এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করে, হামলায় ২০-২৫ জন আহত হয়। যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরতর।

চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও মহানগর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক রনি মির্জার নেতৃত্ব মিউনিসিপ্যাল স্কুলের শহীদ মিনারের সামনে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা করে। হামলায় প্রায় শতাধিক আহত হয়।যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরতর। শেরপুর শহরে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করে। হামলায় ৮ জন আহত হয়।

অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্ববান জানিয়েছেন রেজা কিবরিয়া ও নুরুলহক নুর। একই সাথে অধিকার আদায়ে জনগণকে রাজপথে নামার পাশাপাশি নেতৃবৃন্দ সন্ত্রাসীদের সামাজিকভাবেও বয়কটের আহ্বান জানান। এসব হামলার প্রতিবাদে আগামীকাল ২৭ মার্চ বিকাল ৩ টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।



 

Show all comments
  • jack ali ২৬ মার্চ, ২০২২, ১০:১৩ পিএম says : 0
    শক্তির জবাব শক্তি দিয়েই দিতে হয় নবী সাঃ শক্তির জবাব শক্তি দিয়েই দিয়েছিলেন এবং উরি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আপনারা কাফেরেরা ইন গণতন্ত্র চান সেই জন্যই তো আপনার আম্মার খাচ্ছেন আল্লাহর আইনের জন্য মাঠে নামেন তখন আমরা সবাই নামবো এবং ওদেরকে মাটির সাথে ঘুরিয়ে দিব এবং দেশে আল্লার আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ
    Total Reply(0) Reply
  • jack ali ২৬ মার্চ, ২০২২, ১০:১৬ পিএম says : 0
    সরকারি তো আপনাদের কে মারছে আর আপনার সরকারের কাছে বিচার চাচ্ছেন আপনাদের মাথার মধ্যে গোবর পোড়া আপনারা যখন যাবেন তখন হাতে লাঠি অথবা রড নিয়ে যাবেন তাহলে ওদের সাহস হবে না আমাদেরকে মারা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ