Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষ্ণ সাগর থেকে কিয়েভের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৮:৩৯ পিএম

রাশিয়া দাবি করেছে যে, তারা কিয়েভের রাজধানী থেকে প্রায় ৯৬ মাইল দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জাইটোমিরের কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ব্ল্যাক সি ফ্লিটের ক্ষেপণাস্ত্রবাহী একটি ছোট যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অন্তর্গত সামরিক স্থাপনায় চারটি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা লক্ষ্যে আঘাত হেনেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিস্ফোরণের ফুটেজ সহ একটি ফেসবুক পোস্টে তারা বলেছে, ‘একটি সঠিক আঘাতের ফলে, উচ্চ মাত্রার নির্ভুল অস্ত্রশস্ত্র জাইটোমির অঞ্চলের ভূখণ্ডে অস্ত্র এবং সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করে দিয়েছে।’

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখানো হয়েছে যে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার যুদ্ধ বিমান থেকে ছোঁড়া ইস্কান্দার ক্ষেপনাস্ত্র দ্বারা ইউক্রেনীয় বুক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। সূত্র: স্কাই নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ