Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশে এখন সততার অনেক ক্রাইসিস - অতিরিক্ত আইজিপি ড. মইনুর

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৮:৩৩ পিএম

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মইনুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশে এখন সততার অনেক ক্রাইসিস। বঙ্গবন্ধুর অনেক গুণের একটি ছিল সততা। তার সততা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, পারেনি। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, ধরে নিতে পারি আমরা অসৎ। ভুল হলে ক্ষমা করবেন। আমি নিজেকেও যুক্ত করেই কথাটা বলেছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা, প্রকাশিতব্য স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন এবং বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘রঙ তুলিতে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু এক অনন্য ব্যক্তিত্ব। তাকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি যে বিশ্বাসটি বুকে ধারণ করি, সেটি হলো বঙ্গবন্ধু এসেছিল বলেই আজ আমরা এখানে আছি। বঙ্গবন্ধু নেই তো আমরা নেই। এটা আমার ব্যক্তিগত মতামত।

ড. মইনুর রহমান আরো বলেন, আজ অর্থনৈতিকভাবে দেশ উপরে উঠে যাচ্ছে, কিন্তু বারবার আমাদের যে বিষয়টি পীড়া দিচ্ছে, তা হলো আমাদের অসততা। একটি জাতিকে উঠতে গেলে করাপশন থাকবে। হয়তো করাপশন ধীরে ধীরে কমবে। বলা হয়, করাপশন ইজ দ্যা পার্ট অব ডেভেলপমেন্ট। অর্থনৈতিক দিক দিয়ে জাতির উন্নতি করতে গেলে করাপশন থাকবে। তিনি বলেন, এখন বঙ্গবন্ধুকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে, বিশ্বাস করতে হবে। আসুন, আজ এ পবিত্র দিনে বঙ্গবন্ধুর অনেক গুণের মধ্যে একটি গুণ সততা নিজের মধ্যে আনার প্রতিজ্ঞা করি। এটা সবার কাছেই আমার আহ্বান। আমরা কত অপদার্থ জাতি। যার (বঙ্গবন্ধুর) বদৌলতে, যার নেতৃত্বে স্বাধীন দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, আজ স্বাধীনতার ৫০ বছর পরও এমনও লোক আছে, যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, অপমানজনক কথাবার্তা বলে। ভাবতেও অবাক লাগে, কষ্ট হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ