Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি দখলে বাধা দেয়ায় হামলা, দম্পতি আহত

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলীর গুলীশাখালীতে জোরপূর্বক জমি দখল করাকে কেন্দ্র করে হামলায় স্বামী-স্ত্রী ২ জন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে আমতলী ম্যাজিস্টেট কোর্টে মমলা ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, সম্প্রতি আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে ধীরেন চন্দ্র মিস্ত্রি ও গুলিশাখালী মৌজার ৬০১ নং খতিয়ানের ২১১১ দাগের জমি পার্শ্ববর্তী যোগেন্দ্র চন্দ্র শিকারির পুত্র জয় শিকারী মন্টু শিঃ, ঝন্টু শিঃ সহ কয়েক জন জোরপূর্বক আইল সীমানা কেটে জবর দখল করতে চাইলে জমির ধীরেন্দ্র চন্দ্র মিস্ত্রি ও জামাই রতন অধিকারী বাধা সৃষ্টি করে। বাধা উপেক্ষা করে জয় শিঃ গং লাঠিসোটা  নিয়ে রতন অধিকারিকে বেধরক পিটাতে থাকে। তার চিৎকারে স্ত্রী ৯ মাসের গর্ভবতী মনিকা স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে উভয়ে গুরুতর আহত হয়। আহতদের প্রথমে  আমতলী হাসপাতালে ও পরে পটুয়াখালী হাসপাতালে ভর্তি  করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি দখলে বাধা দেয়ায় হামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ