Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো রেড ক্রিসেন্ট সোসাইটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৬:৫৯ পিএম

নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম।

আজ (শনিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান। সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা। পরে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় ভাইস চেয়ারম্যান নূর-উর রহমান বলেন, “বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিকামী বাঙালী এক রক্তক্ষয়ী সংগ্রামের দিকে ধাবিত হয় এবং স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” স্বাধীনতা দিবস উদযাপনে সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামসহ পরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে সোসাইটির অপারেশনস এর পরিচালক মো. নূর ইসলাম খানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির উপ-পরিচালক খান মুহাম্মদ তাজুল ইসলাম সহ যুব-স্বেচ্ছাসেবকরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ