Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে নিহত ৭ রুশ জেনারেলের নাম প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৫:৩৮ পিএম

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাত জেনারেলের নাম প্রকাশ করেছে পশ্চিমা কর্মকর্তারা। শনিবার (২৬ মার্চ) এই যুদ্ধে এক জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে। খবর বাসসের
এক কর্মকর্তা জানান, সর্বশেষ দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলায় রাশিয়ার ৪৯তম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভ নিহত হয়েছেন।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ান আর্মির ষষ্ঠ কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার জেনারেল ভ্লাইস্লাভ ইয়ারশভকে ক্রেমলিন বরখাস্ত করেছে। মাসব্যাপী ইউক্রেন অভিযানে ব্যাপক ক্ষতি এবং কৌশলগত ব্যর্থতার কারণে তাকে আকস্মিক বরখাস্ত করা হয়।
নিহতদের মধ্যে চেচেন স্পেশাল ফোর্সের জেনারেল মাগোমেদ তুশায়েভও রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এই চেচেন স্পেশাল ফোর্স মোতায়েন করেন।
ইউক্রেনে চলমান রুশ অভিযানের প্রথম মাসে রাশিয়ার সেনাবাহিনীর ৭ জন রুশ জেনারেল নিহত হয়েছেন। নিহত জেনারেলদের মধ্যে ৬ জন রুশ এবং ১ জন চেচেন।
ওই সূত্র আরো জানায়, রুশ সেনাবাহিনীর ১১৫টি থেকে ১২০টি ব্যাটালিয়ন চলমান ইউক্রেন অভিযানে অংশ নিয়েছিল; কিন্তু গত এক মাসে প্রায় ২০টি ব্যাটালিয়ন যুদ্ধের যাবতীয় সক্ষমতা হারিয়েছে।
পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক রুশ সেনা মানসিকভাবে ভেঙে পড়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। এএফপিকে এ সম্পর্কে তিনি বলেন, ‘তারা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে এবং বুঝতে পেরেছে যে ভিমরুলের চাকে ঢিল ছুড়েছে রাশিয়া।’
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্য অনুযায়ী, গত এক মাসে ইউক্রেনে ১৫ হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সের্গেই রুডস্কয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অভিযানে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৫১ জন রুশ সেনা ও আহত হয়েছেন আরও ৩ হাজার ৮২৫ জন।
এই যুদ্ধে নিহত রাশিয়ান সেনা ও সিনিয়র অফিসারদের মৃত্যুর সংখ্যা পশ্চিমা সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হতবাক করেছে। এর জন্য যোগাযোগ ও লজিস্টিক সমস্যাগুলোকে আংশিকভাবে দায়ী করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্য বিনিময় ও যোগাযোগে অননুমোদন চ্যানেল ব্যবহার করায় তা ইউক্রেনীয় বাহিনীর কাছে পৌঁছে যায়।
ক্রেমলিন শুক্রবার স্বীকার করেছে, এই যুদ্ধে ১ হাজার ৩০০ জনের বেশি সেনা মারা গেছে। তবে পশ্চিমাদের হিসাবে এই সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি।
সেখানকার কর্মকর্তারা বিশ্বাস করেন, ইউক্রেনে মোতায়েন রাশিয়ার ১১৫-১২০ ব্যাটালিয়নের মধ্যে প্রায় ২০টি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ‘যুদ্ধ আর বেশি দিন চালানো সম্ভব নয়’। সূত্র : এএফপি,



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ