রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
গণমাধ্যমের স্বাধীনতাসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানবতা তরুণ সংস্থা নামের একটি স্থানীয় বেসরকারি সংগঠন। মানবতা তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবতা তরুণ সংস্থার সদস্য রাসেল মোল্লা, নাজমুল হাসান ও আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতাসহ সরকারের কাছে সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- গণমাধ্যমের স্বাধীনতা, সকল গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা , মিথ্যা পরিকল্পনা করে নিরপেক্ষ গনণমাধ্যমকে বন্ধকরা চলবে না, সত্য প্রকাশে গণমাধ্যমের উপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে, সত্য প্রকাশে গণমাধ্যম কর্মিদের নিরাপত্তা, গণমাধ্যম কর্মীদের হত্যা বন্ধ এবং হত্যাকারীদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।